খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

দাকোপে মৎস্যজীবিদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মশালা

দাকোপ প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ২০ মার্চ ২০২৫


দাকোপে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে জীবিকায়ন শীর্ষক স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দাকোপ ক্লাস্টারের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে এবং এসডিএফ উপজেলা ক্লাস্টার কর্মকর্তা রেজাউল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। সভায় দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা জীবিকায়ন কামরুল হাসান। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা  কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, সমবায় সহকারী কর্মকর্তা লস্কার সাহাবুর রহমান, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা জাকারিয়া আল হেলাল, প্রকল্পের ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ উপকারভোগীরা। সভায় সুনীল সমুদ্র অর্থনীতি সুফল আনায়ন ও মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারিভাবে মৎস্যজীবী ও তাদের পরিবারদের নিয়ে বিভিন্ন আর্থিক উন্নয়নে কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলে বক্তারা উলে­খ করেন।