খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

৩১নং ওয়ার্ডে সিপিবির সাথে শ্রমিকদের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ২১ মার্চ ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৩১নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
ওয়ার্ড শাখা সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা খুলনায় বন্ধকৃত সকল সকলখানা সরকারিভাবে চালু, ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া পাওনাসহ ঈদ বোনাস প্রদান করার দাবি জানান। বক্তারা বেকার যুবকদের বেকার ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্রমবর্ধনমান নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস, সার্বিকভাবে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। 
মতবিনিময় সভায় অতিথির বক্তৃতা করেন সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিপিবি নেতা আব্দুস সালাম গাজী, হালিম বেপারী, শ্রমিক নেতা মিরাজ গাজী, আরিফ হোসেন, মিণ্টু ঘরজা, মোঃ মুন্না, মোঃ আলমগীর, নজরুল ইসলাম খোকা, মোঃ বারেক, মোঃ স্বাধীন প্রমুখ।