খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

চিতলমারী বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ২১ মার্চ ২০২৫


চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবপুর ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিরাজনগর শিবপুর ছোটপোল মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান। শিবপুর ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত সভাপতি শেখ নোয়াব আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট-১ আসনের সাবেক নমিনী এড. প্রকৌশলী মাসুদ রানা, চিতলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. অসীম কুমার সমাদ্দার, যুগ্ম-আহবায়ক শোয়েব হোসেন গাজী, শরিফুল হাসান অপু, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান ও তাঁতীদলের সভাপতি মামুন তালুকদার। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা যুবদলের সদস্য জয়নুল পারভেজ সুমন। ইফতার ও দোয়া মাহফিলে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।