খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরার হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজদের পাগড়ী প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৬ পি.এম | ২১ মার্চ ২০২৫


সাতক্ষীরার বকচরা হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপ্তকারী ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারজন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ী পরিয়ে দেন ডাঃ  আবুল কালাম বাবলা।
বকচরা হিফজুল কুরআন মাদ্রাসা ও হিফজি খানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আবুল হাসানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোশারফ হোসেন ও সাবেক চেয়ারম্যান শহীদ হাসান। প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মাওলানা শরিফুজ্জামান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মোঃ আব্দুল হান্নান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বকচরা হিফজুল কুরআন মাদ্রাসায় হিফজ সম্পন্ন করায় চারজন ছাত্রের মাথায় পাগড়ী পরিয়ে দেন ও সম্মাননা স্মরক প্রদান করেন। যাদেরকে পাগড়ী প্রদান করা হয় তারা হলেন, হাফেজ মোঃ সাব্বির, আতাউর রহমান, মোঃ রাহাত হোসেন, মোঃ হাসিব আল রাফি।