খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৭ পি.এম | ২১ মার্চ ২০২৫


যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসলিমদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা। শুক্রবার দুপুরে শহরের খুলনা রোড মোড়স্থ শহিদ আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে একসমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আল মামুন বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। বিক্ষোভ মিছিল আরো উপস্থিত ছিলেন, জামায়াতের শহর সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবিরের সাবেক সভাপতি আবু তালেব ও আনিছুর রহমান, অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল­াহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।