খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

৪ ইউপি সদস্যের থানায় অভিযোগ

কালীগঞ্জে নিহত ইউপি মেম্বরের পরিবার পায়নি আইনি সহায়তা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২১ মার্চ ২০২৫


পুলিশ পরিচয়ে প্রতারকদের হুমকিতে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন এক ইউপি মেম্বর। সেই একই ঘটনার ভুক্তভোগী ৪ জন ইউপি মেম্বর তাদের নিরাপত্তায় আইনি সহায়তা পেতে করেছেন থানাতে অভিযোগ। এরা হলেন কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী আকবর মালিতা, ৩নং ওয়ার্ডের মুনছুর আলী, ৭নং ওয়ার্ডের উজ্জল হোসেন ও ৮নং ওয়ার্ডের মেম্বর বদিউজ্জামান টিটো। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থানায় এসে তারা অভিযোগটি দায়ের করেন। 
উলে­খ্য, গত ১৫ মার্চ রাতে মোবাইলে পুলিশ পরিচয়ে এক প্রতারক মামলার ভয় দেখিয়ে টাকা দাবি ও আটকের হুমকি দিলে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন মেম্বর সদস্য আমিনুল ইসলাম। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ইউনুচ আলী স্বাক্ষরিত অভিযোগ পত্রে উলে­খ করেছেন, ১৫ মার্চ রাত ৯টা ৫২ মিনিটে ০১৩১৪-৮৯২০২১ নং মোবাইল থেকে থানার এ এস আই মাসুদ পরিচয়ে এক প্রতারক তাকে কল দেয়। এ সময় বলে তোর নামে মামলা আছে। নাম খারিজ করতে দুই লাখ টাকা দাবি করে নানা ভয়ভীতি দেখায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতারক তাকে গালিগালাজ ও আরো ৫/৬ টি মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি ও ভয়ভীতি দেখায়। 
ইউনুচ আলী আরো জানান, একই রাতে অজ্ঞাত প্রতারক চক্রটি তার মত অত্র ইউনিয়নের আরো ৫ জন সদস্যকে একইভাবে মোবাইলে টাকা দাবি ও হুমকি দিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বর সদস্যদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়াতে তারা নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে থানা পুলিশের দ্বারস্থ্য হয়েছেন। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ নিতে নানা তালবাহানা ও অজুহাত দেখায়। মেম্বররা বলেছেন, অভিযোগটি করতে তারা দুপুরে থানাতে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে আড়াই ঘন্টা বসিয়ে রেখে বিকালে অভিযোগটি নিলেও তার রিসিভ কপি দেয়নি। ঘটনাটি যাচাই করে পরে রিসিভ কপি দিবে বলে জানিয়েছে। 
আতঙ্কিত মেম্বররা সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় আমাদের একজন সদস্য মারা গেলেও পুলিশ এখনও কোন আইনি সহায়তা করেনি। একই ঘটনার ভুক্তভোগী আমরাও আইনি সহায়তা পাবো কিনা এ নিয়ে সন্দিহান। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এসব বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছেন। সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।