খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে ঈদের পর আন্দোলন: মুর্শিদা জামান বেল্টু

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২১ মার্চ ২০২৫


সাবেক সাংসদ এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী এবং জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু বলেছেন বিশেষ একটি দলের ইন্ধনে আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে  হবে, না হলে ঈদের পরেই আন্দোলনে নামবো। তিনি বলেন আমরা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়বো। তিনি সাবেক এমপি শাহিদুজ্জামান বেল্টুর স্মৃতি চারণ করে নেতা-কর্মীদের সন্ত্রাস চাঁদাবাজ থেকে বিরত থেকে দলের জন্য কাজ করার আহক্ষান জানান। ইফতার ও দোয়া মাহফিলে  প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন। 
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং ঝিনাইদহ-৪ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। সরকারি মহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তবিবুর রহমান মিনি। এসময় জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, সাবেক বিএনপি নেতা আব্দুল গাফফার, থানা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা মিরু খান, মিলন বিশ্বাস, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোর্তজা জিকো প্রমুখ। ঝিনাইদহ পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে  ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং প্রয়াত সংসদ সদস্য এম শহিদুজ্জামান বেল্টুসহ দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।