খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়া ইফতার মাহফিলে মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২২ এ.এম | ২৫ মার্চ ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশ স্বাধীনের পর মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন জামায়াতের শাসন দেখতে বাকী। নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতার চেয়ারে বসতে চায়। কিন্তু আমরা বলেছি, যেসব জায়গায় বিগত পনের বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে, সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোন নির্বাচন দেখতে চায় না। 
গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়ার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শাহপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
তিনি আরো বলেন বিগত তিনটি নির্বাচনে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ মানুষকে ভোট দিতে দেয়নি। আর কোনদিন তেমন নির্বাচন এদেশের মানুষ দেখতে চায়না। দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যদি সৎ লোকের নেতৃত্ব নিয়ে আসা যায়, তাহলে দেশে সৎ নেতৃেত্ব সুশাসন প্রতিষ্ঠা হবে। তাহলেই কাল কিয়ামতে আমরা সফল হবো। আর যদি আমাদের চেষ্টায় ত্র“টি থাকে, তাহলে কাল কিয়ামতে আমরা ধরা খাবো। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়ে ইসলামী শক্তিকে আলাদা করার ষড়যন্ত্র করছে। 
রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর বেলাল  হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন খুলনা জেলা সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির, উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন, খুলনা জেলা জামায়াত নেতা এড. আবু ইউসুফ, উপজেলা নায়েরবে আমীর মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, আমান উল্লাহ আমান, মাহমুদুল আলম প্রমুখ। রমজানের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, কুরআন নাজিলের জন্য এই রোজার মাসের এতো গুরুত্ব। কুরআন নাজিল না হলে রোযার কোন গুরুত্ব থাকতো না। কুরআনের মধ্যে সকল বিধি বিধানের কথা উল্লেখ রয়েছে।