খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

তালায় এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন

তালা প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৫ মার্চ ২০২৫


তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯৪ তম ৪ দিন ব্যাপি ওরছ শরীফ-২০২৫ এর উদ্বোধনী হয়েছে। মঙ্গলবার বিকালে মরহুম সাধকের শিবপুরস্থ বাসভবন চত্বরে সাধক পুত্র ও তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক শেখ মোঃ রাসেল। 
সাধক পৌত্র যমুনা টিভির জেলা প্রতিনিধি এসএম আকরামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান, থানার সেকেন্ড অফিসার এস.আই আজম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, তালা প্রেসক্লাবের সি. সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ হাবিবুর রহমান, সচিবের ভাই এস.এম আফতাব উদ্দীন, সার্ভেয়ার এস.এম তকিম উদ্দীন, মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপা, শিক্ষক এস.এম কলিম উদ্দীন, মোঃ রেজাউল ইসলাম সানা, যুব নেতা শেখ আমিনুর রহমান। 
বক্তব্য রাখেন, দরবেশ মোঃ আব্দুল খালেক শাইজী, দরবেশ মোতাহার সরকার, দরবেশ আশুতোষ গোস্বামী, কুষ্টিয়া লালন একাডেমির ধর্ম আলোচক মোঃ আব্দুল কাদের চিশতী, কুষ্টিয়া সতি মারঘর থেকে দরবেশ মন্টু ফকির, দরবেশ জিনতুল­্য ফকির, মাওলানা মোহাম্মাদ আলী প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক ও ইমাম মাওলানা আব্দুল আলীম। ওরছ শরীফ আগামী ২৯ মার্চ প্রত্যুষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হবে।