খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশনের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৫ মার্চ ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মরহুম শামসুর রাহমানের ছেলে মেজর (অব.) মোঃ মেসবাহুল ইসলামের পক্ষে থেকে পাইকগাছা-কয়রা উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিরাতুল হুদা ট্রাস্ট ও এতিমখানায় প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)’র এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য প্রফেসর আব্দুল মমিন সানা, পাইকগাছা উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর রহিম, পৌর আমীর ডাক্তার আসাদুল হক, পৌর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা এ জেড শাহিনুর রহমান, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি মোঃ তামিম রায়হান, সেক্রেটারি মোঃ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরল ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহেল আহম্মেদ।