খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের বকনা বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২৫ মার্চ ২০২৫


আশাশুনিতে সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসহর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে বকনা বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল আশাশুনির আয়োজনে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও বড়দল ইউপির প্রশাসক উপজেলা সহকারী প্রোগ্রমার আক্তার ফারুক বিল­াহ। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (অতিঃ দাঃ) মোঃ মাছুম বিল­াহ, প্রাণি সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের অনাগ্রসর নৃ-গোষ্ঠির ৮০ পরিবারকে ১ টি করে বকনা গরু প্রদান করা হয়। উলে­খ্য, উপজেলায় তালিকাভুক্ত ১২৫০ জনের মধ্যে ইতিমধ্যে ৮৪ জনকে একটি করে বকনা গরু বিতরণ করা হয়েছে।