খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে আইডিয়ালের উদ্যোগে ডাউন সিন্ড্রোম দিবস উদযাপন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২৫ মার্চ ২০২৫


আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে গধচওহঈইজ প্রকল্পের উদ্যোগে ১২তম জাতীয় এবং ২০তম বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথম বারের মত এ সভা অনুষ্ঠিত হয়। লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস-এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে “ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি করি, বৈষম্যহীন সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় প্রকল্পের সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে ডাউন সিন্ড্রোম শিশুদের উপর নির্মিত ভিডিও চিত্র উপস্থাপনা করা হয় এবং ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।