খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ২৬ মার্চ ২০২৫


আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদানসহ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করার আহবান জানান বক্তারা। 
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অতিথি ছিলেন সলিসিটর প্রসেনজিৎ দত্ত।
এছাড়া উপস্থিত ছিলেন, জয়দেব দাস, সমাপ্তি বাড়ৈ, পবিত্র মন্ডল, মিতু মন্ডল, রুকমনি রানী, কৃপা দত্ত, সঞ্চিতা বিশ্বাস, কার্তিক রামরাউত (হরিজন নেতা), মেঘলা দাস, রত্মা দাস, সবিতা দাস, দূর্গা দাস, বিজন দাস, রঞ্জিত দাস, লাবনী দাস, চিন্ময় দাস, স্বর্ণা বাগচী, স্বর্ণা মজুমদার, উপমা দাস, রকি দাস, সুমি দাস,  সোনালি দাস সহ প্রমুখ।
বক্তারা দেশের সকল দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ও সামাজিক নিরাত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধিসহ অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য আহবান জানান।