খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ২৬ মার্চ ২০২৫


‘প্রবীণের যুক্তি ও নবীনের শক্তিতে প্রজন্মের মুক্তি’ এই তত্তে¡র ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদ। এই পর্ষদের উদ্যোগে ‘প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে নগরীর হাজী কল্যাণ ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
পর্ষদের সভাপতি সরকারের সাবেক যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শিকদার মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন প্রফেসর শিকদার রুহুল আমীন।  
অনুষ্ঠানের আহŸায়ক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় এ সময়ে বিষয়ের উপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সাবেক প্ল্যানিং অফিসার ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, সাবেক ডিএও তরফদার তৈয়েবুর রহমান, সাবেক জেলা আনসার এডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল­া আফসার আলী, মোঃ আইয়ুব আলী মোল­া, সমাজসেবক চৌধুরী শরিফুল ইসলাম,  সাংবাদিক মামুন রেজা হাওলাদার, হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাকিব আফতাব সুজন, শ্রমিক নেতা মোঃ লুৎফর রহমান প্রমুখ। 
বক্তারা বলেন, একটি মানুষের জীবনের স্বর্ণালী দিনগুলো সংসার, সমাজ ও দেশের কল্যাণে ব্যয় করে জীবন সায়ান্নে  অপরের গলগ্রহ হয়ে যেন মানবেতর জীবনযাপন করতে না হয় সে বিষয়ে রাষ্ট্রের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।  আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।