খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মিরেরডাঙ্গায় শিক্ষককে পিটিয়ে জখম থানায় জিডি করায় বাদীকে প্রাণনাশের হুমকি

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ২৬ মার্চ ২০২৫


নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় শিক্ষককে বেধরক মারপিট করার অভিযোগ ভুক্তভোগী শিক্ষক থানায় সাধারণ ডায়েরী করেছেন জিডির খবর শুনে ক্ষিপ্ত হয়ে মিরেরডাঙ্গা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী আলম নবী শিক্ষক আব্দুস সামাদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।  
এর আগে গত ২২ মার্চ  প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে প্রাইভেট পড়াতে গেলে স্থানীয় আনোয়ার মীরের পুত্র সন্ত্রাসী আলম, পিন্টু কুমারসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা শিক্ষক সামাদকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। গত ২৩ মার্চ উক্ত শিক্ষক অভিযুক্ত আলম ও পিন্টু কুমার এর নামে গত ২৩ মার্চ  খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরী করেন (নং- ৯৯৯)। 
এদিকে এলাকাবাসী জানান অভিযুক্ত আলমগীর ফ্যাসিস্ট আ’লীগের সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায়  চুরি, ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।