খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদকসহ বিভিন্ন পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:৫১ এ.এম | ২৬ মার্চ ২০২৫


যশোর ৪৯ বিজিবির আওতাধীন শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি-পিস, বিভিন্ন প্রকার পোশাক, বিভিন্ন প্রকার ওষুধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উক্ত ভারতীয় পণ্য আটক করা হয়। 
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল­াহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।  পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পণ্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় আটক করা হয়। ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।