খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় যুবদল নেতা রুবায়েদ

মহান স্বাধীনতা দিবসের আগে যুদ্ধাপরাধের জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ২৬ মার্চ ২০২৫


খুলনা জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলছেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে জামায়াতে ইসলামীকে যুদ্ধ অপরাধের জন্য জাতির ক্ষমা চেয়ে রাজনীতিতে আসা উচিত। কারণ তারা ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। ৩০ লক্ষ শহিদের বিনিময়ে এদেশ স্বাধীন হয়। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা করেন। 
গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় ডুমুরিয়া উপজেলা শ্রমিক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড চত্ত¡রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, মোল­া মাহাবুব রহমান, মিজানর রহমান লিটন, শেখ মশিউর রহমান লিটন, বি এম হাবিবুর রহমান হবি, মোঃ আমিনুর রহমান মোড়ল। উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, মাস্টার আইয়ুব আহমেদ, এফ এম গোলাম সরোয়ার, আঃ রব আকুঞ্জী, খান আসাদুজ্জামান মিন্টু, সন্দীপ চ্যাটার্জী, প্রভাষক মঞ্জুর রশিদ, প্রভাষক সরদার বিল­াল হোসেন, খোকন তালুকদার, এফ এম রফিকুল ইসলাম, মোল্যা আবুল কাসেম, সরদার দৌলত হোসেন, শহিদুজ্জামান শহিদ, আইয়ুব মাহমুদ, আরজিনা বেগম, জাহানারা বেগম, রোজিনা বেগম, মোজাফফর হোসেন, শেখ আরশাব হোসেন, আঃ মজিদ জোয়ার্দার, ফয়সাল চৌধুরী, অনিক আহমেদ, ইউনুস আলী, আবু বক্কার মোল­া, আবু সাঈদ, আবু হাসান খান, হাফিজুর রহমান সেলিম, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, নাজমুল হাসান, শেখ জাকির হোসেন, হাফিজুর রহমান সাগর, আতাউর রহমান, মুহাসীন খান প্রমুখ। দোয়া পরিচলনা করেন মাওলানা মোঃ নজরুল ইসলাম।