খুলনা | বৃহস্পতিবার | ২৮ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবর ডেস্ক |
১২:১৩ এ.এম | ২৮ মার্চ ২০২৫


সারদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় গত বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সাতক্ষীরা : দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ঝিনাইদহ : দিবসটি উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা বিএনপি’র থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে দলটির নেতা-কর্মীরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জেলা বিএনপি’র সভাপতি এড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপি’র সভাপতি এড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
রূপসা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপূর্বে সকাল ৯টায় উপজেলা প্রশাসন, রূপসা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া সোনালী ব্যাংক, রূপসা পল­ী বিদ্যুৎ অফিস, রূপসা স্বাস্থ্য কমপ্লেক্স, সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করে। শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব, প্রকোশলী শোভন সরকার, উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জাহান মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ, তৈয়েবুর রহমান, আব্দুল মালেক শেখ, মনসুর আলী বিশ্বাস, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল­াহ ইমন, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।
ফকিরহাট : দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শদিদর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ পরিদর্শণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের পরিচালনায় এসময় সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ওসি (তদন্ত) আলমগীর হোসেন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাইকগাছা : দিবসটি উপলক্ষে প্রত্যুষে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা স্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল, দি রাইজিং সান প্রি ক্যাডেট স্কুল, বনানী সংঘ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, শিবসা সাহিত্য অঙ্গণ ও সমাজকল্যাণ সংস্থা, সোনালী ব্যাংক, রুপা মিউজিক্যাল একাডেমি ও পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯টায় সরকারি কলেজ মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ, রচনা এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অফিসার ইনচার্জ সবজেল হোসেন, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মলি­ক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়াসহ সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 
চিতলমারী : দিনটি উপলক্ষে সকালে সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে চিতলমারী কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরূপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্ব¡রে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তাপস পাল। পরে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও অতিথিদের অভিবাদন জানানো এবং শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ানো হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
দাকোপ : প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রমের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, চালনা পৌরসভা, দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি এবং তার অঙ্গসংগঠন, দাকোপ প্রেসক্লাব, অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
ফুলতলা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পরে বেলা ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষিবিদ মোছাঃ রাজিয়া সুলতানা, ওসি জেল­াল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ তৈয়েবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সহকারী প্রোগ্রামার অজয় পাল, আনসার ভিডিপি অফিসার সালমা খাতুন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ। পরে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তিকৃত রোগি এবং এতিমদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়।       
বটিয়াঘাটা : সূর্যোদয়ের সাথে সাথে গল­ামারি বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসটির শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার দেয়া হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি, সহকারী কমিশনার ভূমি শরীফ শুাওন, থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল­ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, কামরুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, নিরঞ্জন মন্ডলসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ।
কেশবপুর : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধক্ষনি, পু®পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেডিকেল ক্যা¤পসহ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে শহিদদের স্মরণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা ্রখাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি এড. ওজিয়ার রহমান, সহকারী সেক্রেটারী তবিবুর রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, মিরাজুল ইসলাম প্রমুখ।
তালা : প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভ‚মি মোঃ মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির মাহমুদুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মফিদুল­াহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সিনিঃ সদস্য মোঃ জহর হাসান সাগর, সদস্য পার্থ প্রতীপ মন্ডল, সদস্য খাঁন আল- মাহবুব হুসাইন, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রাজু, মোঃ জাকির হোসেন প্রমুখ।
কালিগঞ্জ (সাতক্ষীরা) : ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহিদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সহাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা ছাত্র সমন্বয়ক কমিটির আহবায়ক আমির হামজা প্রমুখ।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে হরিণাকুন্ডু পৌরসভাসহ ৮টি ইউনিয়ন থেকে আগত অসহায় দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার শাড়ি বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের ব্যবস্থাপনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে এক হাজার বস্ত্র (ঈদ উপহার) হিসেবে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিকুজ্জামান।
এছাড়া দিবসকে তাৎপর্য তুলে ধরে আলাচনা করেন উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান মাস্টার, অফিসার ইনচার্জ এম এ রউফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল খান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, আনিচুর রহমান, পৌর বিএনপি’র সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম টোটন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম-আহবায়ক মোঃ নাজমুল হুদা রিপন সহ আরো অনেকেই। পরে জাতির শান্তি ও সমৃদ্ধির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনাও করা হয়।
দেবহাটা : দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। পরে থানার পক্ষে হযরত আলী, উপজেলা বিএনপি পক্ষে শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী, প্রেসক্লাবের পক্ষে সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, উপজেলা যুবদল পক্ষে আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদল আহবায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, মৎস্যজীবী দল, কৃষকদল, শ্রমিক দল, সরকারি কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, সরকারি বিবিএমপি হাইস্কুল, আমাদের টিম, দেবহাটা ফায়ার সার্ভিস, সাব-রেজিস্ট্রী অফিস, পল­ী বিদ্যুতের এজিএমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্বাহী অফিসার কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
দেবহাটা প্রেসক্লাব : দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জ্বলের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এস, এম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম, সাংবাদিক উত্তম রায়, সোহাগ ফেরদৌস রানা প্রমুখ। পরে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা জামায়াত : দিবসটি উপলক্ষে বিকালে উপজেলা জামায়াত অফিস চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুল আরিফ, মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এর আগে জামায়াতের উপজেলা শাখার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আশাশুনি (সাতক্ষীরা) : ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহিদ স্মৃৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব, থানা অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠন, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপে-ক্স, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, স্টেশন কর্মকর্তা আমজাদ আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিস, আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বাজার বণিক সমিতি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তজা আলোচনা রাখেন। আলোচনা সভাশেষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে এবং আগস্ট আন্দোলনে শহিদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।