খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীতে সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারে র‌্যাব-৬

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ৩০ মার্চ ২০২৫


আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬। ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিতকল্পে নিñিদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শনিবার দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউ মার্কেট এলাকা, রেলওয়ে স্টেশন, সার্কিট হাউজ ঈদগা ময়দান, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুর্ত্বুপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলার অবস্থা পর্যবেক্ষণ করেন।
র‌্যাব-৬ এর আওতাধীন জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘেœ প্রিয়জনদের সাথে ঈদ উদ্যাপনের লক্ষ্যে তাদের বাড়িতে পৌছাতে পারে  এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 
ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে যেন না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকেট সিন্ডিকেট, কালোবাজারী প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।  জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব যথাযথভাবে উদ্যাপনে র‌্যাব সাধারণ মানুষের পাশে সদা তৎপর রয়েছে।