খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

খুলনায় যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ অভিযান

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ৩০ মার্চ ২০২৫


খুলনায় ঈদে ঘরমুখী যাত্রী সাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। 
এর আগে গত বৃহস্পতিবার থেকে শুরু করে এই কার্যক্রম আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত অভিযান চলবে। আর তারাই ধারাবাহিকতায় শনিবার নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন (সিনিয়র সহকারী সচিব) এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে বাসস্ট্যান্ডের ভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা হয়। এ সময়ে  কাউন্টারে ভাড়ার চার্ট না থাকার কারণে হানিফ পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বাসস্ট্যান্ডে যাত্রীদের হয়রানি বন্ধ মনিটরিং করতে বিআরটিএর একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।