খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

খুলনায় কখন কোথায় ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক |
০৩:১৩ পি.এম | ৩০ মার্চ ২০২৫


পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে  সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)।

সোমবার ঈদ ধরেই প্রস্তুতি সম্পন্ন করেছে কেসিসি। খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের দিন সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে, খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার রোববার সকালে সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘‘নগরবাসী যাতে সুষ্ঠুভাবে ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে পারে সে জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের কাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নগরবাসী যাতে নিরাপত্তার সঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ এবং ঈদুল ফিতর উদযাপন করতে পারে সে লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও কেএমপি’র পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে কেসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।’’

পরে সার্কিট হাউজ মাঠে ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

এ সময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেসিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা প্রশাসন, কেএমপি, কেসিসি’র কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতটি খুলনার সবচেয়ে বড় ঈদ জামাত হবে বলে ধারণা হচ্ছে। ঈদের জামাতে শরিক হওয়া মুসল্লিদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রবেশদ্বার খোলা থাকবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নগরীর শান্তিধাম মোড়ে আল-হেরা জামে মসজিদের তত্ত্বাবধানে খুলনার জাতিসংঘ শিশু পার্কে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সাড়ে ৮ টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯ টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীর দৌলতপুর এলাকার সরকারি বি.এল কলেজ মাঠে সকাল ৮টায়, মুজগু‌ন্নি আবা‌সিকের বায়তুন নাজাত জা‌মে মস‌জি‌দে সকাল ৮টায়, মহেশ্বরপাশা সাড়াডাঙ্গা মাঠে ৮টায়, পাবলা সবুজ সংঘ ঈদগাহ্ সকাল ৮টায়, দৌলতপুর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ্ সকাল ৮টায়, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটে সকাল ৭টায়, দৌলতপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চত্বরে সকাল সাড়ে ৭টায়, দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ সকাল ৮টায়, দেয়ানা দক্ষিনপাড়া ঈদগাহ্ সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।