খুলনা | সোমবার | ০৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১

সিপিবি নেতা কমরেড রতন সেনের ১০২তম জন্মবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রতন সেনের ১০২তম জন্মবার্ষিকী খুলনায় পালিত হয়েছে। বৃহস্পতিবার তার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
মহানগর শাখার সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক ও খুলনা জেলা কমিটি সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ডাঃ এস এম ফরিদুজ্জামান, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মহানগর সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা এস এম চন্দন, মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ। 
সভায় বক্তারা বলেন কমরেড রতন সেনের মতো দেশপ্রেমিক, সর্বস্বত্যাগী নিবেদিত প্রাণ রাজনৈতিব নেতার এই সময় খুবই প্রয়োজন। কমরেড রতন সেন এদেশে শ্রমজীবী-মেহনতি মানুষের মুক্তির জন্য সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। কমরেড রতন সেনের স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রমজীবী মানুষের অধিকার আদায় সংগ্রাম জোরদার করার কোন বিকল্প নেই।