খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:২২ এ.এম | ০৫ এপ্রিল ২০২৫


ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের শুনাসুর এলাকায় ও ১০টায় সোনাকুড় এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।  
অন্যদিকে, একই মহাসড়কের শুনাসুর এলাকায় সকাল ১০টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে দুই গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার মোঃ নাজমুল হক লস্কার বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ভর্তি করা হয়েছে।