খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

যশোরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২২ এ.এম | ০৫ এপ্রিল ২০২৫


যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর নিহত হয়েছে। শুক্রবার সকালে চুড়ামনকাটি ঋষিপাড়ার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। জাকির হোসেন উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন এবং তার সঙ্গী মাস্টার মোস্তাফিজুর রহমান সকালে সবজি বিক্রি করতে চুড়ামনকাটি বাজারে যান। সবজি বিক্রি করে অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। সকাল সাড়ে আটটার দিকে ঋষিপাড়ায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল তাদের ভ্যানের সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে ভ্যানটি উল্টে গিয়ে জাকির হোসেনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থার গুরুতর দেখে তাকে ঢাকায় রেফার করেন, কিন্তু হাসপাতালে যাওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি মোস্তাফিজুর রহমান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।