খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল

কনসার্ট ও সুধী সমাবেশকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে নগর বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ০৫ এপ্রিল ২০২৫


‘বিদেশী সংস্কৃতি বর্জন করুন, দেশি সংস্কৃতি ধারণ করুন’ শ্লোগানকে সামনে রেখে আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে তৃণমূলে সুধী সমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে খুলনা মহানগর বিএনপি। ইতিমধ্যে কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি সভা শুরু করেছে। এর আগে গত বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপি’র ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী মহানগর বিএনপি এ কর্মসূচি হাতে নিয়েছে। খুলনা মহানগর বিএনপি’র সম্মেলন পরবর্তী এটিই দলের প্রথম বৃহৎ কর্মসূচি।
‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট একই সাথে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশে ৪ বিভাগে একসাথে এমন কনসার্ট অনুষ্ঠিত হয়নি। তাই এটি বিএনপি’র জন্য চ্যালেঞ্জ। 
খুলনা বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো। কিন্তু পতিত সরকারের আমলে বিদেশী আগ্রাসনে দেশীয় সংস্কৃতি বিলুপ্তের পথে। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে। 
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ১১ এপ্রিল খুলনায় সবার আগে বাংলাদেশ কনসার্টে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হবে। 
তিনি আরো জানান, খুলনা মহানগর বিএনপি একদিকে ১১ এপ্রিলের কনসার্ট অন্যদিকে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের প্রতিটি ভোট সেন্টারে ৩১ দফা নিয়ে সুধী সমাবেশ করার সিদ্ধান্ত হাতে নিয়েছে। মূলতঃ কনসার্ট ও সুধী সমাবেশ নিয়ে দলের প্রতিটি নেতা-কর্মী কাজ করছে। 
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর ২৪ ফেব্র“য়ারি খুলনা কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের পর থেকে খুলনা মহানগর বিএনপি’র নেতা-কর্মীরা নতুন ভাবে উজ্জীবিত। সবার আগে বাংলাদেশ কনসার্ট শতভাগ সফল করতে কাজ শুরু হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে প্লাকার্ড, বিলবোর্ড সাটানোর কাজ চলছে। এছাড়াও কনসার্টকে কেন্দ্র করে খুলনা নগরীকে বর্ণিল সাজে সাজানোর পরিকল্পনা রয়েছে। 
কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে দেশব্যাপী বিএনপি’র এই আয়োজন। স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন জাতীয় দিবসে বিদেশী শিল্পীদেরকে এনে বাংলাদেশে অনুষ্ঠান করিয়েছে, ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকেও বাংলাদেশে আনা হচ্ছে। বাংলাদেশের অসংখ্য মেধাবী শিল্পী রয়েছেন, যারা ইতোমধ্যে বিশ্বের বুকে নিজেদের তুলে ধরেছেন। তাদেরকে সুযোগ করে দিতে হবে। মূলতঃ বাংলাদেশী যারা শিল্পী রয়েছেন তাদের ব্যান্ডিংয়ের জন্যই এই অনুষ্ঠান। আমরা মনে করি, ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ; ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এ জন্য দেশি শিল্পীদের সুযোগ করে দিতে হবে। 
উল্লেখ্য, খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এছাড়াও থাকবেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ প্রমুখ শিল্পীরা।