খুলনা | রবিবার | ০৬ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য দেশ প্রেমিক নেতার প্রয়োজন : গোলাম পরওয়ার

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩৬ এ.এম | ০৫ এপ্রিল ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, শোষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজী, সুদ, ঘুষ, ধর্ষণমুক্ত দেশ গড়তে চাইলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য দেশ প্রেমিক নেতার প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সৎ যোগ্য নেতৃত্বের অভাবে দেশ বার বার পথ হারাচ্ছে। যে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজীর অভিযোগ নেই সেই দলই পারবে জাতির প্রত্যাশিত রাষ্ট্র গঠন করতে। এ জন্য সোনার বাংলা গড়তে হলে চাই সোনার মানুষ। আর এই সোনার মানুষই রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে।  
গতকাল শুক্রবার বিকেলে ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বরুনা বাজার ঈদগাহ ময়দানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,  রমজান মাস আমাদেও ধৈর্য ও  তাকওয়া শিক্ষা দিয়ে গেছে, ফলে আমাদের আরও বেশী আত্মসংযমী হতে হবে। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ৪ বছরে ৭৯টি যুদ্ধ করেছেন। আমরাও ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। শেখ মুজিবুর রহমান এ দেশকে চোরের খনি নিজেই স্বীকৃতি দিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের আর বলা লাগবেনা। তাদের ডানে বামে পেছনে সামনে সবখানেই চোর। সাড়ে সাত কোটি মানুষের ৮ কোটি কম্বল দিয়ে বলেছিলেন আমারটা কই? 
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকী জামায়াতের শাসন। নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায়। কিন্তু আমরা বলেছি, যেসব জায়গায় বিগত পনের বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে, সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোন নির্বাচন দেখতে চায় না। বিগত তিনটি নির্বাচনে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ মানুষকে ভোট দিতে দেয়নি। আর কোনদিন তেমন নির্বাচন এদেশের মানুষ দেখতে চায় না। দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। তা না হলে ছাত্র আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে। ৫ আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে একটি স্বৈরাচারের বিনাশ হয়েছে। আমরা একটি দুঃসময় অতিক্রম করে একটা নতুন সুসময়ের যাত্রা শুরু করেছি। এখন আমাদের একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।
ধামালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মোঃ মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সহ-সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ, উপজেলা আমীর মাওলানা মুক্তার হোসাইন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, উপজেলা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা হিন্দু শাখার সহ-সভাপতি ডাঃ হরিদাস মন্ডল, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ আমান উল্লাহ, মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মোফাজ্জেল হোসাইন, মাওলানা বায়েজীদ হোসাইন, মোঃ মশিউর রহমান, মাওলানা হাবিবুল ইসলাম প্রমুখ। 
এর আগে ৩নং রুদাঘনা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ছাগল বিতরণ ও করজে হাসানা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হলে এদেশে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হলে ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের বিত্তবান ব্যক্তিদের সঠিক নিয়মে যাকাত ও উশর প্রদান করার আহবান জানান।