খুলনা | মঙ্গলবার | ০৮ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী

খবর প্রতিবেদন |
০৫:৩০ পি.এম | ০৭ এপ্রিল ২০২৫


বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত এই পর্বতের চূড়ায় পা রাখলেন তিনি।

সোমবার (৭ই এপ্রিল) ভোরে বাবর আলী পর্বতশৃঙ্গের চূড়ায় পৌঁছান বলে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।

উচ্চতার হিসেবে অন্নপূর্ণা-১ দশম সর্বোচ্চ (২৬,৫৪৫ ফুট) পর্বতশৃঙ্গ হলেও পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

এই অভিযানে বাবর আলীর সঙ্গে ছিলেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

বর্তমানে বাবর আলী ক্যাম্প-৩ এ অবস্থান করছেন। আগামী দুই দিন তিনি ক্যাম্প-২ এরপর বেসক্যাম্প থেকে ধীরে ধীরে নিচে নেমে আসবেন বলে জানানো হয়েছে।

এই পর্বতে সফল সামিটের বিপরীতে মৃত্যুর হার প্রায় ১৪ শতাংশ এবং ২০১২ সাল পর্যন্ত এটি ৩২ শতাংশ ছিল বলে জানিয়েছেন অভিযানের পৃষ্ঠপোষক ভার্টিকেল ড্রিমার্স।

তারা বলছে, গত মৌসুম পর্যন্ত এই পর্বত সামিট করেছেন ৫১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।

বাংলাদেশ থেকে বাবর আলী নেপালে গিয়েছেন ২৪শে মার্চ। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ২৬শে মার্চ কাঠমান্ডু থেকে বিমানে উড়ে যান পোখারা, এরপর ২৮শে মার্চ পৌঁছে যান বেসক্যাম্পে।

পেশায় ডাক্তার এই পর্বতারোহী ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে দুইটি আটহাজারি শৃঙ্গ এভারেস্ট এবং লোৎসে পর্বতের চূড়ায় ওঠেন। এছাড়াও প্রথম বাঙালি হিসেবে ২০২২ সালে অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলামের শীর্ষ স্পর্শের নজির গড়েন।
সূত্র: বিবিসি।