খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

যশোরের ভবদহসহ তিন নদী সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৮ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


যশোর শহরের নীলরতন ধর সড়কের ভৈরব নদ সংস্কার আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভৈরব নদ সংস্কার আন্দোলন ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন পক্ষে এক যৌথ সংবাদ সম্মেলন মঙ্গলবার দুপুরে রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল­ুর রহমান ভিটু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠন সমূহের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। 
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের যুগ্ম-আহŸায়ক শুকুর আলী, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি আহŸায়ক রনজিৎ বাওয়ালি, ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা হাসিনুর রহমান, তসলিম-উর-রহমান, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের যুগ্ম-আহŸায়ক আব্দুল মুত্তালিব, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম-আহŸায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য পাল, সদস্য অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, ভৈরব নদ সংস্কার আন্দোলনের সদস্য পলাশ বিশ্বাস, তরিকুল ইসলাম ও নদী গবেষক মহিউদ্দিন। 
সংবাদ সম্মেলনে উলে­খ করা হয়, অবৈধভাবে মুক্তেশ্বরী দখল করে আদ্-দ্বীনের ভবন নির্মাণ করেছে। তাতে বাধা দিলেও কর্ণপাত করেনি। এছাড়া দ্রুত ভবদহ অঞ্চলে টিআরএম চালু না করলে ওই অঞ্চলে এলাকার ১২০ হাজার হেক্টর জমির মধ্যে ফসল হয়নি এবং আগামীতেও হবে না। কপোতাক্ষ নদে অবৈধ বাধা উচ্ছেদ ও ভৈরব নদের উজানে নদী সংযোগ প্রবাহমান নদী হিসাবে সংরক্ষণ করার দাবি করেন। 
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি সমূহ সরকার অবহিত হবেন ও সরকার আইন আমলে নেবেন। এ বিষয়ে আগামী ১৯ এপ্রিল প্রেসক্লাব যশোরে আন্দোলনকারী সংগঠন সমূহের যৌথ প্রতিনিধি সভায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।