খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

যশোরে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৯ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


যশোর শহরের খড়কি এলাকায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ জন  গ্রেফতার করে যৌথ বাহিনী। 
সেনাবাহিনী, র‌্যাব-৬ এবং ডিবি পুলিশ বাহিনীর যৌথ বাহিনীর একটি সূত্রে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে যশোর শহরের খড়কি এলাকা থেকে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে খালেদ (১৭), ইদ্রিস আলীর ছেলে শান্ত আহমেদ (১৬), মোহাম্মদ আলীর ছেলে সোহেল ( ১৬ )ও শাহিনের ছেলে সাদিককে (১৮) আটক করে তাদের কাছ থেকে ছয়টি দেশীয় ছোট আকারের ৩০ থেকে ৩৫টি কাগজে মোড়ানো গাজার প্যাকেট ও একটি পাসপোর্ট উদ্ধার করে।