খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

যশোর থেকে ৬টি দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৯ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় মাদক বেচাকেনা এবং নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর চেষ্টার অভিযোগে ৪ কিশোর গাঙ্গের সদস্যকে  গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬টি ধারালো দা ও ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। 
গ্রেফতারকৃতরা হলো, যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার শহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম, সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার ইদ্রিস আলীর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে নাইম, রেলগেট পশ্চিমপাড়ার শাহীন মোল­ার ছেলে রাকিব হাসান সাদিক ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শেখ সোহেল রানা।
এ সময় তাদের সহযোগী শহরের খড়কী কলাবাগান এলাকার মজিবর রহমান ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। আটক কিশোর গ্যাং এর সদস্যদের আসামিদের বিরুদ্ধে সোমবার দিবাগত গভীর রাতে দ্রুত বিচার আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।