খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৩ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


সাতক্ষীরায় অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সাতক্ষীরার শহরের অদূরে সদর উপজেলার বাঁকাল ব্রিজের পশ্চিম পার্শ্বে সরকারি খাস জমিতে গড়ে তোলা বাঁকাল ট্রাক স্ট্যান্ড ও সাতক্ষীরা ট্রাক মালিক সমিতির দ্বিতল ভবন যৌথবাহিনীর অভিযানে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে এই খাস জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী লেঃ মাহির লাবিব (৩৭ বীর) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এছাড়া পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
অভিযানকালে সাতক্ষীরা ট্রাক মালিক সমিতির অবৈধ স্থাপনাটি আংশিক ভেঙে ফেলা হয় এবং জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী তিনদিনের মধ্যে স্থাপনার বাকি অংশ ভেঙে পরিষ্কার করার নির্দেশ প্রদান করেন। তবে অভিযানকালে কারো নামে কোন মামলা করা হয়নি। 
সাতক্ষীরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উক্ত স্থানটি সাতক্ষীরা উপজেলা পরিষদের জায়গা। পূর্বে দুর্বৃত্তরা সরকারি অনুমোদন না নিয়ে উক্ত স্থানে সাতক্ষীরা মালিক সমিতির দ্বিতল ভবন নির্মাণ করে ব্যবহার করে আসছিল। 
এদিকে এর আগে রোববার (৬ এপ্রিল)  সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাদারতলা এলাকায় অভিযান চালিয়ে মাদারতলা মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলমুক্ত করা হয়। 
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরায় যত সরকারি জমি ও খাসজমি অবৈধ দখলে রয়েছে, সেসব জমি উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি। আমাদের সাথে দেশের গর্বিত সেনা বাহিনীর সদস্যরা রয়েছে। আমি সবার সহযোগিতা চাই যাতে করে সাতক্ষীরার একখন্ড সরকারি খাস জমি ভূমিদস্যু বা কোন জবর দখলকারির হাতে না থাকে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।