খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসাী নান্টুর ১৭ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:০৭ এ.এম | ১০ এপ্রিল ২০২৫


যশোরের একটি অস্ত্র মামলায় রায়ে শহরের পূর্ব বারান্দীপাড়া কাঁঠালতলার সন্ত্রাসী মাজহারুল ইসলাম নান্টুকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। অপর আসামি মনির কসাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নান্টু ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ রাতে শহরের বারান্দীপাড়া নাথপাড়া এলাকায় রিপন ওরফে ধামা রিপনকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।
এ সময় পুলিশ নান্টুর বাড়ির সামনে থেকে নান্টু ও মনির কসাইকে আটক করে পুলিশ। এ সময় নান্টুর দেহ তল­াশি করে কোমর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এঘটনায় কোতোয়ালি থানায় ওই দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুই জনকে অভিযুক্ত করে ৩১ জানুয়ারি আদলতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি নান্টুর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ এর এ) ধারায় ১০ বছর ও ১৯ এর (চ) ধারার অভিযোগ প্রমাণিত ৭ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।