খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

রূপসা প্রেসক্লাবের সভাপতিকে হুমকির ঘটনায় থানায় অভিযোগ দায়ের

রূপসা প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১১ এপ্রিল ২০২৫


রূপসা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমানকে রূপসা ঘাটের টোল ঘরের ম্যানেজার জাহিদ মোবাইলে হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাহবুবুর রহমান বাদী হয়ে রূপসা থানায় এ অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, রূপসা ঘাটের টোল আদায়ে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক মাহাবুবুর রহমান গত ২৪ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে টোল কাউন্টারে যান। সেখানে গিয়ে ভিডিও সাক্ষাৎকার নিতে গেলে টোল কাউন্টারের ম্যানেজার রূপসার রামনগর এলাকার বাসিন্দা জনৈক জাহিদ তার সাথে অসৌজন্যমূলক আচরণসহ খারাপ ব্যবহার করেন। পরবর্তীতে সাংবাদিক মাহবুব ঘাট ইজারাদার আলী আকবর-এর সাথে দেখা করে তার সাক্ষাৎকার নিয়ে চলে আসেন। সাক্ষাৎকারটি তিনি ভিডিও কনটেন্ট তৈরি করে ঐদিন তার ফেসবুকে আপলোড করেন। অপর দিকে টোল ঘরের ম্যানেজারের সেই দিনের অসৌজন্যমূলক আচরণের ৮ সেকেন্ডের একটি ভিডিও গতকাল দুপুরের দিকে মাহবুবুর রহমান তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেন। যা জনসাধারণের ভিতরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ভিডিও আপলোডের বিষয়টি জানতে পেরে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ঘাট ম্যানেজার জাহিদ ০১৬১২৯৪৫২৫১ নম্বরের হোয়্যাটসঅ্যাপ থেকে সাংবাদিক মাহবুবুর রহমানকে কল করেন। এ সময় জাহিদ ৬ মিনিট ধরে কথা বলে উগ্রতার সাথে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিক মাহবুব তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ অব্যাহত রাখেন। একপর্যায়ে জাহিদ সাংবাদিক মাহবুবকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি থানার ওসিকে দিয়ে তাকে শায়েস্তা করা হবে বলে হুমকি দেন। হুমকির ঘটনায় সাংবাদিক মাহাবুব বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জেনে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান হুমকিদাতা জাহিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 
এদিকে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ, উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ শামসুজ্জামান শাহীন, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, রবিউল ইসলাম তোতা, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, তরিকুল ইসলাম ডালিম, সহ-সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ তরিতুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা অবিলম্বে চাঁদাবাজ জাহিদকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান