খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

স্বামী ও শিশু কন্যা আহত

শার্শায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় নারী নিহত

শার্শা (যশোর) প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১১ এপ্রিল ২০২৫


যশোরের শার্শায় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় তানিয়া বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন স্বামী ও শিশু কন্যা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কে মামা ভাগ্নে অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। 
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, নাভারন বাজার থেকে স্বামী সেলিম হোসেন স্ত্রী তানিয়া ও এবং তার মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার মামা ভাগ্নে রাইস মিল এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কায় দেয়।এতে তারা তিনজন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।