খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

এসএসসি’র প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮শ’

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:২৫ এ.এম | ১১ এপ্রিল ২০২৫


এসএসসি পরীক্ষার প্রথম দিনে যশোর শিক্ষাবোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় এক হাজার ৮শ’ পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। যা গত বছরের চেয়ে ৬৬৭ জন বেশি। গত বছর বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ১৩৩ জন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি নিয়ে শিক্ষাবোর্ড কর্মকর্তারা চিন্তিত।
প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীরা সকাল নয়টার পরই কেন্দ্রে প্রবেশ করে। ২শ’ গজ দূরে ছিলেন অভিভাবকরা। পরীক্ষার্থীরা যত সময় কেন্দ্রে লেখালেখি নিয়ে ব্যস্ত ছিল ঠিক তত সময় কেন্দ্রের সামনে টেনশনে ছিলেন অভিভাবকরা।
শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার বৃহস্পতিবার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক হাজার ৮০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে খুলনায় ২১২, বাগেরহাটে ১২৫, সাতক্ষীরায় ১৮৮, কুষ্টিয়ায় ২২৬, চুয়াডাঙ্গায় ১৩৩, মেহেরপুরে ১১৪, যশোরে ৩০৯, নড়াইলে ১০৭, ঝিনাইদহে ২৭০ ও মাগুরায় ১১৬ জন রয়েছে।
যশোর শহর ও শহরতলির বিভিন্ন কেন্দ্র ঘুরে উপস্থিত অভিভাবকদের উদ্বিগ্নতা দেখা যায়। জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, প্রিপারেটরি স্কুল, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি কেন্দ্রের সামনে শ’ শ’ অভিভাবক টেনশন নিয়ে পরীক্ষার্থীদের বের হওয়ার অপেক্ষায় ছিলেন।
আরিফুল ইসলাম নামে একজন অভিভাবক বলেন, ছেলের এটি প্রথম পাবলিক পরীক্ষা। এর আগে স্কুলের বাইরে কোনো পরীক্ষা দেয়নি। এই প্রথম স্কুলের বাইরে পরীক্ষা দিচ্ছে। এ কারণে কোনো রকম ভয় পায় না কিনা, সেটি নিয়ে টেনশন। অনেক অভিভাবককে কেন্দ্রের বাইরে বসে যার যার ধর্ম অনুযায়ী দোয়া-আশীর্বাদ করতে দেখা যায়। কোনো কোনো অভিভাবকের বক্তব্য ছিল, প্রথমদিন পার হয়ে গেলে ভয় অনেকটা কমে যায়। এ কারণে প্রথম দিনটা নিয়ে যত টেনশন।
এদিকে, পরীক্ষার প্রথমদিন আইন-শৃঙ্খলা ও গোছালো পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে অবাঞ্চিত কেউ প্রবেশ করতে পারেনি। কেবল তাই না, কেন্দ্রের মূল গেট দিয়ে পরীক্ষার্থীদের সারিবদ্ধ করে প্রবেশ করানো হয়। পুলিশী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ছিল সেনাবাহিনীর টহলও। বাড়তি ছিল শিক্ষাবোর্ডের তদারকি।
চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগম নিজেই পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে তদারকি করেন। পরীক্ষার শুরুতেই কন্ট্রোল রুমের মাধ্যমে খোঁজখবর নেন তিনি। চেয়ারম্যান যশোর সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল, দাউদ পাবলিক স্কুলসহ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে বলে তিনি জানান। প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রস্তুতি ভালো ছিল বলে তিনি উলে­খ করেন।
বাংলা প্রথমপত্রের পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরার খলিষাখালি কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে। যে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে তার রোল নম্বর ৭৮৫৪৮২।