খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

সিইউসির উপদেষ্টা ইফতেখার আলী বাবু শ্রম আদালতের প্যানেল জজ নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ১১ এপ্রিল ২০২৫


সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূলে শিক্ষা প্রদান, শিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)-এর উপদেষ্টা রোটারিয়ান পিপি ইফতেখার আলী বাবু রাষ্ট্রপতির আদেশক্রমে খুলনা শ্রম আদালতের প্যানেল জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।  তার এই অসাধারণ অর্জনে সিইউসি সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। 
এ সময় উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি মোঃ শাহিন হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী, কোষাধাক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ধনঞ্জয় কুমার রায়, স্কুলের শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ প্রমুখ।