খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

খুলনায় সুজনের যৌথ সভায় বক্তারা

সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গঠনের বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ১১ এপ্রিল ২০২৫


সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির যৌথ প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেলে সোনাডাঙ্গাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামী ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক সফল করতে এ সভার আহবান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। 
বক্তৃতা করেন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, নগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, এস এম সোহরাব হোসেন, এস কে এম তাছাদুজ্জামান, আঃ হালিম, শেখ আইনুল হক, রাজু জবেদ, খলিলুর রহমান সুমন, রুবিনা আক্তার, ইসমাত আরা হীরা, ইরিনা আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারো ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে। ফ্যাসিস্ট যাতে আর ফিরে না আসতে পারে তার জন্য আগে সংস্কার করা জরুরি। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গঠন করলে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের পূর্ণতা আসবে।