খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

২০ এপ্রিল সড়ক ও জনপথ অফিস ঘেরাও

কেডিএস নেতৃবৃন্দের সঙ্গে আমরা খুলনাবাসীর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ১২ এপ্রিল ২০২৫


গল্লামারী ব্রিজের কাজ বন্ধ রেখে জন ভোগান্তির সৃষ্টির প্রতিবাদে, পতিত সরকারের দোসর ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। দ্রুত ব্রিজের কাজ চালুর দাবিতে আগামী ২০ এপ্রিল সকাল ১০টায় সড়ক ও জনপথ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর আমরা খুলনা বাসী।
এ কর্মসূচি সফলের লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর অফিসে সংগঠনের সভাপতি আঃ সালাম শিমুলের সভাপতিত্বে মোঃ জনির পরিচালনায় বক্তৃতা করেন কেডিএস নেতা মোঃ আঃ ওহাব, মোঃ স্বপন, নুতন তারা সমাজ কল্যাণ সাহিত্য সংস্থার মহাপরিচালক মীনা সাইফুর রহমান, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জামাল মোড়ল, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর বহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ আঃ রাজ্জাক, মোঃ রেজওয়ান হোসেন, শ্যামলী বিশ্বাস, মোঃ খায়রুল আলম, মোঃ  মাহাবুর হোসেন প্রমুখ।
অনুরূপ গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে শুক্রবার সন্ধ্যা ছয়টায় আটরা একতা যুব সংঘ ক্লাবে সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে আমরা খুলনা বাসীর মতবিনিময় সভায় বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি জামাল মোড়ল, সিরাজ উদ্দিন সেন্টু, সৈয়দ বোরহান, মেহেদী হাসান, শেখ জমির হোসেন, মোঃ সবুজ, মোঃ মিজান প্রমুখ।