খুলনা | বুধবার | ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২

দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক মনিরুল হুদার মৃত্যুতে সংবাদপত্র পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ১৩ এপ্রিল ২০২৫


দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মনিরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। 
সাংবাদিক মনিরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক সময়ের খবরের সম্পাদক কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক, দেনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক আমার একুশের সম্পাদক আতিয়ার পারভেজ, দৈনিক ভয়েস অব টাইগারের ডানিয়েল সুজিত বোস, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক কালান্তর’র সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিনের সম্পাদক খান মাহবুব হোসেন প্রমুখ।