খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

প্রাণনাশের আশঙ্কা বাড়ছে সালমানের, শত্রু ঘরের লোক!

খবর বিনোদন |
০৩:০১ পি.এম | ১৩ এপ্রিল ২০২৫


প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনও বাড়িতে ছোড়া হচ্ছে গুলি। আবার কখনও আসছে উড়ো চিঠি। কিছুদিন আগে শুটিং স্পটে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

প্রাণনাশের হুমকি থাকায় গত মাসে মুক্তি প্রাপ্ত ‘সিকান্দার’ ছবির প্রমোশন সংক্ষিপ্ত করেছিলেন। এবার জানা গেল অভিনেতার ঘরের মানুষের হাতেই প্রাণ হারাতেন পারেন! ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

গতকাল শনিবার (১৩ এপ্রিল) এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণীতে জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তার মধ্যেই থাকুক। চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। ওই জ্যোতিষী দাবি করেছেন, অভিনেতার ঘরের মানুষের হাতেই নাকি মৃত্যু হবে!

জ্যোতিষীর কথায়, ‘এ বছর ছবিমুক্তির জন্য শুভ নয়।’ তাই অভিনেতাকে চলতি বছরে ছবিমুক্তি থেকে দূরে থাকার আহ্বান করেছেন তিনি।

তিনি যোগ করেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর মাস খুবই সাবধানে থাকতে হবে অভিনেতাকে। ওই সময় নিরাপত্তারক্ষীরা তার শত্রু হয়ে উঠতে পারেন। ফাঁস করে দিতে পারেন অভিনেতার নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। তবে অভিনেতা সেই বিপদ কাটিয়ে উঠবেন।’  

শুধু তাই নয় ২০২৫-২৬ সালে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন। জ্যোতিষী বলেন, ‘প্রাণনাশের সম্ভাবনা খুবই বেশি। তাই মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ সেরে এপ্রিল মাস থেকে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।’  

এর আগে জ্যোতিষী সুশীল কুমার সিংহ সালমানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে অভিনেতার অনুরাগীদের রোষানলের মুখে পড়েছিলেন। এরপরই অভিনেতার রোগ মুক্তির জন্য মন্দির-মসজিদে প্রার্থনা শুরু করেন সালমানের অনুসারীরা।