খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৫ এ.এম | ১৬ এপ্রিল ২০২৫


নগরীর মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ। সোমবার  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাঃ আহসান হাবীব জানান, ১৪ এপ্রিল বিকেলে ‘‘মা মটরস” মোটরসাইকেল গ্যারেজের মধ্যে অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশ। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ নিজখামার এলাকার মোঃ শাহাবুদ্দিন খানের ছেলে আব্দুল খালেক (২২) কে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।