খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত হলো ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। বাংলাদেশ বিজনেস এন্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আয়োজনে এবং খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রোগ্রেস প্রকল্পের অধীনে আয়োজন করা হয়।
কর্মশালায় খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য স্থানীয় উদ্যোক্তারা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ  (নাসিব), খুলনা শাখার প্রতিনিধি ছিলেন। এছাড়াও স্থানীয় এনজিও ইউসেপ বাংলাদেশ-এর প্রতিনিধিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুর্শিদা আকতার রনি এবং নাসিব খুলনার সভাপতি ইফতেখার আলী গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন। বিবিডিএন-এর ডিরেক্টর অব অপারেশনস আজিজা আহমেদ এবং ডেপুটি  প্রোগ্রাম ম্যানেজার তারেক মাহমুদ কর্মশালায় প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিবিডিএন-এর ভূমিকা তুলে ধরেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার জাতীয় প্রোগ্রাম অফিসার (জেন্ডার এ্যান্ড স্কিলস পলিসি) মাসরেকা খান প্রোগ্রেস প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে আলোকপাত করেন। কর্মশালাটি পরিচালনা করেন বিবিডিএন-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবাইয়া সুলতানা।