খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

কালিগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীর মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত পথচারী রহিমা খাতুন (৪৩) মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের চালতেবাড়িয়া মোড়ে বুধবার সকাল সোয়া ৬টার দিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যায়। নিহত রহিমা খাতুন উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ৫৫ মিনিটে কালিগঞ্জ বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা-জ ১৩-২২১৫) সোয়া ৬টার দিকে চালতেবাড়িয়া মোড়ের আজগার আলীর দোকানের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী রহিমা খাতুন মারাত্মক জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।