খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত বল­ভ (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  বুধবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী-রামনগর গ্রামীণ সড়কের ওঝা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রশান্ত কলাবাড়ী গ্রামের জগদীশ বল­ভের ছেলে।  
স্থানীয় সূত্র জানা গেছে, কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ বাজার ভ্যানযোগে বাড়িতে যাচ্ছিলেন প্রশান্ত। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান উল্টে চালক ও যাত্রী প্রশান্ত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রশান্তকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।