খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

যশোরে হেরোইন মামলায় মাদক কারবারী বিষের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩১ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের ইকবাল বিষেকে হেরোইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় দেন। ২০১৬ সালের ৯ ডিসেম্বর কোতোয়ালি থানা পুলিশ তার দেহ তল­াশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। বর্তমানে সে পলাতক রয়েছে।