খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

নগর মহিলা দলের বর্ষবরণ অনুষ্ঠানে এড. মনা

সাড়ে ১৫ বছর পর দেশের মানুষ স্বাধীন ভাবে নববর্ষ উদযাপন করেছে

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, সাড়ে ১৫ বছর পরে বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে পহেলা বৈশাখ উদ্যাপন করছে। বাংলাদেশের এই সংস্কৃতি নিয়েই আমরা বড় হয়েছি। সারা বাংলাদেশে এই নববর্ষ উপলক্ষে মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল বুধবার বিকেলে মহানগর মহিলা দলের উদ্যোগে বাংলা নববর্ষ বরনে উৎসব ও ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সানফ্লাওয়ার স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে এড. মনা আরো বলেন, বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে। পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা করা হতো। পহেলা বৈশাখে জাতির আকাক্সক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো। এখানে কর্তৃত্ববাদের কোনো জায়গা নেই। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বেগম রেহানা ঈসাসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।