খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪১ পি.এম | ১৭ এপ্রিল ২০২৫


বাংলাদেশ দল আরও একবার ব্রিজ বিশ্বকাপ খ্যাত বারমুডা বাউল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জোন-৪ এর বাছাই পর্বে ফাইনাল নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ এই সম্মান অর্জন করে নিলো।
বৃহস্পতিবার সকালে মিডিয়া রোটানা হোটেলে ছয় সেশনের সেমিফাইনালের চতুর্থ সেশন শেষে বাংলাদেশ প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে ১১৯ পয়েন্টে ( ১৮৬-৬৭) এগিয়ে যায়। বাকি দুই সেশনে এই পার্থক্য অতিক্রম করা সম্ভব হবে না মেনে নিয়ে জর্ডান হার স্বীকার করে নেয়। এর ফলে, বাংলাদেশ তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ টুনার্মেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করলো। বুধবার ১৬ বোর্ডের প্রথম সেশনে ৪১-১৬ পয়েন্টের লিড নিয়ে শুভসূচনা করে। তবে দ্বিতীয় সেশনেই মূলত খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই সেশনে বাংলাদেশ ৬৭ পয়েন্ট পায় আর তাদের পশ্চিম এশীয় প্রতিপক্ষ মাত্র দুই পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। বাংলাদেশের কামরুজ্জামান এবং আসিফুর রহমান ওপেন রুমে উত্তর-দক্ষিণে এবং জাহিদ হোসেন ও শাহ জিয়াউল হক জুটি ক্লোজ রুমে পূর্ব-পশ্চিমে আসন গ্রহণ করেন। এই রাউন্ডের পরে বাংলাদেশ ৯০ পয়েন্টে এগিয়ে যায় এবং পরের দুই রাউন্ডেও ১৮ এবং ১১ পয়েন্ট যোগ করায় জর্ডান হার মেনে নেয়। বাংলাদেশের পক্ষে আরও অংশ নেন মির্জা সাজিদ ইস্পাহানী এবং মশিউর রহমান। গ্র“প ও সেমিফাইনাল উভয় পর্বেই বাংলাদেশের ছয়জন খেলোয়াড়ই কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এই বছরের আগস্ট মাসে ডেনমার্কে ব্রিজ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ প্যারিস এবং উহানে বিশ্বকাপে অংশ নিয়েছিল।