খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

নগর বিএনপি সভাপতির সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


নগরীর প্রবেশদ্বার গল­ামারী ব্রিজের কাজ বন্ধ রেখে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে এবং ময়লাপোতা মোড় হতে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়কটি ৪ লেন করার দাবিতে গল­ামারী ব্রিজের কাজ দ্রুত চালুর দাবিতে আগামী রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় নগরীর বয়রা সড়ক ও জনপথ অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।   
উক্ত কর্মসূচি সফলের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর একটি অভিজাত হোটেলে মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনার সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় নগর বিএনপি সভাপতি মনা বলেন, দুঃখজনক দীর্ঘ ৮ আট মাস হলেও গল­ামারী বন্ধ থাকা ব্রিজের নির্মান কাজ চালু না হওয়ায় জন ভোগান্তি বৃদ্ধি পাওয়াযয় তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন আমরা খুলনাবাসী দীর্ঘদিন ধরে এই ব্রিজ নিয়ে আন্দোলন করছে। তাদের এই জন দাবির প্রতি আমরা একমত, তাদের যৌতিক দাবির প্রতি সমর্থন অতীতে ও ছিল এখন ও আছে আগামীতে ও থাকবে।  
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হোসেন তুহিন, বৃহত্তর আমরা খুলনাবাসীর যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা প্রমুখ। সভায় দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলামের অসুস্থ মায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়।