খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

যশোরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, আটক কলেজ ছাত্র স্বপ্নীল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৪ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


যশোরে প্রেমের সম্পর্ক গড়ে মিথ্যা কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যশোর এম এম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আফনান তাহসিন স্বপ্নীলকে (২০) আটক করেছে পুলিশ। গত বুধবার যশোর শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক স্বপ্নীল যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা এবং আজমত আলীর ছেলে।
ভুক্তভোগী তরুণী যশোর এম এম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গার জীবননগর এলাকার বাসিন্দা এবং লেখাপড়ার কারণে যশোর শহরের একটি মেসে থাকেন।
মামলায় উলে­খ করা হয়, কলেজে পড়ালেখার সূত্রে স্বপ্নীলের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ এপ্রিল রাতে স্বপ্নীল ফোন করে জানায়, তার মা অসুস্থ এবং বাড়িতে দেখার মতো কেউ নেই তরুণীকে তার বাড়িতে যেতে অনুরোধ করে। মানবিক কারণে তিনি পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে স্বপ্নীলের বাড়িতে যান।  
বাড়িতে গিয়ে দেখেন, তার মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল তাকে কৌশলে রুমে নিয়ে গিয়ে দু’দফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে জানালে তিনি মান-সম্মানের কথা বলে ঘটনা চেপে যেতে বলেন এবং জানান, যেহেতু বিয়ে হবে, তাই কাউকে কিছু বলার দরকার নেই। এরপর ১০ এপ্রিল স্বপ্নীল ক্ষমা চাওয়ার কথা বলে তাকে আবার নিজের রুমে ডেকে নেয় এবং জানায়, পূর্বের ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে কাউকে বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এরপর ফের একবার তাকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী তরুণী জানান, ১৫ এপ্রিল তিনি স্বপ্নীলের মেসে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এ সময় স্বপ্নীল তাকে মেস মালিকসহ অন্যান্যদের সামনে মারধর করে তাড়িয়ে দেন। এরপর তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে আফনান তাহসিন স্বপ্নীলকে আটক করা হয়। আটক স্বপ্নীলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।