খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার ১১ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩১ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল­াহ আল রিফাত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে নয়জন ছাত্র ও দুইজন ছাত্রী। পরীক্ষার সময় তারা বিশেষ কৌশলে মোবাইল ফোন ও ব্লুটুথ হেডফোন ব্যবহার করছিল। এ ছাড়া বেশ কয়েকজন পরীক্ষার্থী নকলের চেষ্টাও করে। বিষয়টি নজরে এলে তাদের বহিষ্কার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল­াহ আল রিফাত বলেন, পরীক্ষার হলে দায়িত্ব পালনরত শিক্ষকদের গাফিলতি ও উদাসীনতা স্পষ্টভাবে ধরা পড়ে। তাই কেন্দ্র সচিব, সুপার এবং কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বছর তারা আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
এদিকে ওই কেন্দ্রে গতকালকের গণিত পরীক্ষায় ৪৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলেও জানা গেছে।
অন্যদিকে, দেবহাটা উপজেলার সখিপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান কেন্দ্র পরিদর্শনে গেলে এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে আটক করেন।
বহিষ্কৃত ছাত্রের নাম মহিউদ্দিন হোসাইন। সে সখিপুর ফাজিল মাদরাসা কেন্দ্রেই পরীক্ষায় অংশ নিচ্ছিল। স্মার্টফোন ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক ভাবে বহিষ্কার করা হয়।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।